ফিস্টুলা শব্দটি শুনলে অনেকেই আতকে ওঠেন। বহুল আলোচিত এই রোগটি সব বয়সের মানুষেরই হতে পারে। ফিস্টুলা নিয়ে রয়েছে নানান জনের নানান মত। রয়েছে অসংখ্য ভ্রান্ত ধারনা। আসুন আমরা ফিস্টুলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই।
কোনো প্রকার শারীরিক সমস্যা বা আঘাত লাগা ছাড়াই যদি কারো নাক দিয়ে রক্ত পড়ে তাহলে তিনি দুশ্চিতায় পড়ে যান। ভাবেন তার কোনো কঠিন রোগ হয়েছে কিনা। আবার অনেকেই এই ধরনের সমস্যাকে একেবারেই গুরুত্বের সাথে দেখেন না। কিন্তু আপনি কি জানেন নাক দিয়ে রক্ত পড়া সমস্যা আসলে নিজে কোনো রোগ নয় বরং এটি অন্য কোনো রোগের লক্ষণ?
আপনার চোখের সামনে হঠাৎ করেই কারো খিঁচুনি শুরু হল, হাত- পা শক্ত হয়ে গেল, মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলো। আপনি ভয় পেয়ে গেলেন। ভাবলেন লোকটার মনে হয় জীন ভুতের আছড় আছে বা খারাপ বাতাস লেগেছে। হ্যাঁ, এইরকম পরিস্থিতিতে পড়লে আমাদের মনে প্রথমেই এমন সব ভ্রান্ত ধারনা এসে ভীড় জমায়। কিন্তু এই লক্ষণ গুলো দেখা দিতে পারে অতি পরিচিত একটি রোগের কারণে। জানেন কি?